Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুমিল্লায় ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পিটিয়ে হত্যা

 কুমিল্লায় ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পিটিয়ে হত্যা

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঘুমন্ত অবস্থায় মা ও ছেলেকে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী হাসান মুজাহিদ (৮)। নিহত নিপা আক্তার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব-আমিরাতপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

নিপা আক্তারের বাবা জালাল আহমদে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর মেয়ে ও নাতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার চান।

স্বজন ও স্থানীয় মানুষের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তাঁর ভাই মীর হোসেনের দীর্ঘদিন ধরে জমিসহ নানা বিষয় নিয়ে বিবাদ চলছিল। এর জেরে গতকাল রাত দুইটার দিকে মীর হোসেনের ছেলে মীর হাসান শুভ ও আবদুল্লাহ শাহেদ চাচা আনোয়ার হোসেনের ঘরে ঢুকে কাঠের গুঁড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় মা ও ছেলেকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে।

ঘটনার পর থেকে মীর হোসেন তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দেওয়ায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিহত নিপার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন এবং নিহত আলী হাসান মুজাহিদের পেটে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আলী আশ্রাফ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কলহ থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

 

Post a Comment

0 Comments